How to buy International Train Tickets from Kolkata?

কলকাতায় গিয়ে অনেকেই ফেরার পথে ঘুরাঘুরি আর শপিং করে যখন ক্লান্ত হয়ে পড়েন। তখন সবাই চান বিড়ম্বনা এড়িয়ে একটু আরামের একটা ভ্রমণ আশা করেন। ঢাকা-কলকাতা রুটে বেশ কয়েকটি অপারেটরের একাধিক বিলাশবহুল বাস প্রতিদিন চলাচল করে। কিন্তু, বর্ডারে বারবার এত্তগুলা লাগেজ নিয়ে টানাহেঁচড়া করাটা কার-ই বা ভালো লাগে। এসব ঝামেলা এড়ানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে মৈত্রী এক্সপ্রেস ট্রেনে করে ফিরে আসা। কিন্তু, হুট করে মৈত্রী ট্রেনের টিকেট কিভাবে কিনবেন?
টিকেট কাটা থেকে শুরু করে, ডিপার্চার চেকইন, ইমিগ্রেশন, কাস্টমস এবং এরাভাইল প্রসেস পুরোটাই বিস্তারিত তুলে ধরা হয়েছে এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিওটা দেখলে ভালো না লাগলেও উপকৃত হবেন।


In this video, you will get to know:

1. How to buy Train Ticket from Kolkata?
2. How much is the cost of Kolkata-Dhaka train ticket?
3. Kolkata to Dhaka Maitree Express train schedule.
4. Dhaka to Kolkata Train schedule.
5. How Kolkata to Dhaka immigration happens in Chitpur?


Comments